Anurager chowa today episode
অনুরাগের ছোঁয়া। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় বাগানে চিৎকার চেচামেচি করতে থাকে সোনা এবং সোনা। একের পর এক থাপ্পর মারতেই থাকে কৃষ্ণকে। যেটা সেনগুপ্ত বাড়ির সবাই শুনতে পায় এবং সূর্য উদগ্রীব হয়ে বাইরে বেরিয়ে যেতে যায়।
কি হচ্ছে নিচে দেখার জন্য। রুপাও বুঝতে পারে না কি হচ্ছে, কি হিংসুটি ভাবে চিল্লাচ্ছে। কেন সবাই মিলে চলে যায় নিচে এবং দেখতে পায় সোনা একের পর এক থাপ্পর মেরেই যাচ্ছে কৃষ্ণকে। যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। কাকিমা ছুটে যায় এবং থামানোর চেষ্টা করে। সেখানে উর্মিকে চাই। তবে উর্মি থামানোর চেষ্টা করে না।
বরং উর্মি গোটা ঘটনা দেখে বেশ মজাই পায়। অপর দিকে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে কুন্তলা এবং রুডির প্লান যে সাকসেসফুল হয়েছে তা রুডি খুব উল্লাসের সাথে বলতে থাকে। অপরদিকে দেখা যায় দীপা ওই হসপিটালে ভাবতে থাকে যে সেও ধরা পড়ে যাবে না।
তো উর্মি তাকে চিনে ফেলেনি তো? যদি তাকে চিনেই ফেলে তাহলে সে কি করবে? ওবাড়িতে কিভাবে যাবে? আর সূর্য কেই বা কিভাবে দেখাশোনা করবে সূর্যকে কিভাবে সুস্থ করে তুলবে সবকিছু? ভাবতে ভাবতে আপসেট হয়ে যায় দীপা।
অন্যদিকে একের পর এক সোনা কৃষ্ণ নামে দোষারোপ করতেই থাকে। চিৎকার করে বলতে থাকে, কৃষ্ণ আমার সাথে নোংরামি করেছে। কৃষ্ণ আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। কিন্তু কৃষ্ণ সবাইকে বলে, না, আমি এরকম কিছুই করিনি। সোনাই তো আমাকে এখানে ডেকেছে। রূপা সোনাকে বলে, ভিক্ষুকটি। তুমি কী বলছো এসব? Anurager chowa today episode
next
কৃষ্ণ এমন কাজ করতে পারে না। কিন্তু সোনা বলে যে পাকা মেয়ে। তোমার কি মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি? এমন একটা বিষয় নিয়েও মিথ্যে কথা বলছি? তোমার এটা মনে হয় ভাবতে থাকি। রূপা সত্যিই তো সোনা এভাবে মিথ্যে কথা বলবে না। তবে কৃষ্ণ কৃষ্ণ এমন কাজ করতে পারে না। আমি কৃষ্ণকে যথেষ্ট বিশ্বাস করি। কৃষ্ণ রূপাকে বলে, রূপা তুমি আমাকে বিশ্বাস করো না। anurager chowa today episode
আমি এমন কোনো কাজ করিনি। আমার ফোনে সোনার নাম্বার থেকে একটা এসএমএস এসেছে। সোনা নিজের ফোন থেকে এসএমএসটি সবাইকে দেখায়। আর সবাই এসএমএসটি দেখে দেখে প্রচণ্ড রেগে যায়। কৃষ্ণর উপর আর কাউকে দেখাতে চাই না। তবে কৃষ্ণ স্পষ্ট করে রূপাকে অন্যদের বলে দেয় যে সোনার নাম্বার থেকেই তার নাম্বারে এসএমএস এসেছে বলেই সে বাগানে এসেছে।
তবে কোনো কথাই শুনতে চায় না। সূর্য যখনই সূর্যর কাছে গিয়ে হাতজোড় করে বলতে থাকে, কৃষ্ণ স্যার, আমি এমন কোনো কাজ করিনি। সূর্য তখন তেড়ে যায় কৃষ্ণের দিকে এবং কৃষ্ণকে একের পর এক মারধর করতে থাকে, যেটা আড়ালে দাঁড়িয়ে রুডি এবং রুডির মা দেখে খুব খুশি হয়। সোনা তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, ওই কৃষ্ণ আমার সাথে নোংরামি করেছে, আমাকে অপমান করেছে।
হয়তো কৃষ্ণ এই বাড়িতে থাকবে, নয়তো আমি এ বাড়িতে থাকব। ওদেরকে এক্ষুনি বের করে দাও বাবা। নয়তো আমি এ বাড়ি ছেড়ে চলে যাব সোনা ও কৃষ্ণকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বলে যে এখান থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন ঐ মুখ আমাদের কাউকে দেখাবে না। কৃষ্ণ অভিমান করে ওখান থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে রূপা বুঝতে পারে সে তো কিছুই প্রমাণ করতে পারল না। তার স্বামীর নামে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। রুপা বুঝতে পারে কৃষ্ণ এমন কাজ করতে পারে না। আবার
anurager chowa today episode
সোনাও যে মিথ্যা কথা বলছে না তাও বুঝতে পারে রুপা। অন্যদিকে সেখানে দিপা এসে দাঁড়ায়। দাঁড়ানোর আগে কৃষ্ণকে তাড়িয়ে দেয় সূর্য। দিপা আর বিশেষ কিছুই করতে পারে না। কিন্তু দিপা বুঝতে পারে যে কৃষ্ণর সাথে যা হয়েছে তা অন্যায় হয়েছে। কিন্তু দিপাকে দেখে দিপাকে জড়িয়ে ধরে যখন রুপা কাঁদতে থাকে উর্মি তখন রুপা কে বলে কি রুপা মা ভেবে জড়িয়ে ধরেছিস তাই না? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মজা। এসো ভেতরে এসো তারপর তোমাকে দেখাচ্ছি।
এই বলেই ভেতরে যায় সেনগুপ্ত বাড়ির সবাই। ছদ্দবেশে দিপা ও যায়। কিন্তু দিপাকে দেখে উর্মি বলতে থাকে যে ও দিপা ও আমার দিদি দিপা আমি ওকে ধরে ফেলেছি। তোমার মুখের স্টিকার টা আমার কাছে। এই বলেই দিপার মুখ টা সবার সামনে আলগা করে দিতে যায়। উর্মি আবারও মুখের এই পোড়া ভাবটা দেখে উর্মি এবং উর্মি ভয় পেয়ে যায়।
অন্যদিকে জয় সূর্য সবাই মিলে উর্মিকে বকাঝকা করে বলে যে তুমি কেন একটা কাজের মেয়ের সাথে এরকম করছ? উর্মি বুঝতে পারে সে তো ভুল ভেবেছে। ওটা। দিপার মুখে ওরকম দাগ ছিল না। উনি সবার সামনে স্যরি বলে নাই এবং আর কাজের মেয়ের সাথে এরকম করবে না। ঊর্মি সেটা বলে। ঊর্মি কিচেনে চলে যায় রান্নাবান্না করার জন্য। আর সেখানে এসে হাজির হয় কুন্তলা। কুন্তলা ঊর্মিকে বলে, ঊর্মি, আমি বলেছি। কিন্তু ও দীপা, তুমি আমার কথা বিশ্বাস করলে না তো?
Next
তোমাকে কাজটা ঠিক করে করতে হবে ঊর্মি। নয়তো কিন্তু ও আমাদের সবাইকে শেষ করে ফেলবে। সবাইকে ভাসিয়ে দেবে। ভুলে যেও না আমি যা বলছি তা কখনো মিথ্যে হয় না। ঊর্মি। কুন্তলা কে বলে। আমি আপনার কথা শুনে আবারও প্রমাণ করার চেষ্টা করেছি যে ওই আমার দিদি কিন্তু ওর মুখের পোড়া দাগটা আমাকে বুঝিয়ে দিয়েছে। সবার সামনে প্রমাণ হয়ে গেছে যে ও আমার দিদি নয়। তাই আপনি মিথ্যা কথা বলবেন না।
আর ওই আমাকে বলেছিল জয়কে ছাড়িয়ে নিয়ে আসার কথা। ওর বুদ্ধি শুনে আমি জয়কে ছাড়িয়ে নিয়ে এসেছি। আমি খুব ভালো কাজ করেছি। আপনি উল্টোপাল্টা কথা বলতে আসবেন না। কিন্তু কুন্তলা ঊর্মিকে বলে, ও ঊর্মি, তুমিই তাহলে ওই কাজের মেয়েটির কথায় তোমার জয়কে ছাড়িয়ে নিয়ে এসেছ? তার মানে? ও দীপা, আমি নিশ্চিত হয়ে যাচ্ছি। সবটাই করছে ওই দীপা তুমি আমার কথা বিশ্বাস করছ না।
কিন্তু ঊর্মি কোনো কথাই বিশ্বাস করে না। আর আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনে ফেলে। ছোট লাবণ্য মনে মনে ভাবে, তার মানে ওই ছদ্মবেশী ভালো মা আমার বাবাকে ফিরিয়ে নিয়ে এসেছে। আমি ভালো মাকে সব বলব। এরা দুজন মিলেই যে ভালো ছেলেকে অসুস্থ করে রেখেছে। আমি সবটাই বলব বলে দেব আমি। অন্যদিকে দেখা যায় যে রূপা কাঁদতে থাকে। দিপা রূপাকে বলে, রূপা আমিও অনেক পরীক্ষা দিয়েছি এবারে লোকজনের কাছে।
কিন্তু বিশ্বাস কর, আমি কখনোই আমার সততা থেকে সরে দাঁড়াইনি। আমি মানুষ চিনতে ভুল করি না। আমি কৃষ্ণকে খুব ভালো করে চিনি। কৃষ্ণ কখনোই এরকম ছেলে নয়। তবে সোনাও যেমন মিথ্যা কথা বলছে না, কৃষ্ণ তেমন মিথ্যা কথা বলছে না। তুই কৃষ্ণর পাশে থাকতেই কৃষ্ণকে ফোন করে। কিন্তু কিছুতেই কৃষ্ণ ফোনটা তোলে না। কৃষ্ণর খুব খারাপ লাগে। খুব কষ্ট পাই anurager chowa today episode
Next
কারণ কৃষ্ণ তো সোনাকে নিজের বোনের মতো দেখেছে। সোনা এমন ভাবে তার নামে অপবাদ দেবে সে কখনো ভাবতেও পারেনি। অপরদিকে রুপা ভাবতে থাকে যে হিংসুটে কেনই বা এই কথাটা বলল? কী কারণ আছে এর পেছনে? অন্যদিকে দীপা ভাবতে থাকে যে সোনা যা বলছে তাও সত্যি। কৃষ্ণ যা বলছে তাও সত্যি।
তাহলে কি এর মধ্যে অন্য কোনো কারণ রয়েছে? অন্য কোনো রহস্যের গন্ধ রয়েছে? রুপা ওখান থেকে চলে যাওয়ার পর ওখানে সূর্য আসে। দীপাকে বলে, এ বাড়িতে আর থাকব না। চলে যাচ্ছি আমি এ বাড়ি থেকে। কিন্তু দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনি কোথাও যাবেন না। আপনার পরিবারকে ছেড়ে আপনি কেন যাবেন? আপনি ভেতরে যান। আমি আপনার মেয়েদেরকে সামলাচ্ছি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এই কালপ্রিট রুপা কে যেন ধরতে পারে। দীপা। কমেন্ট করে জানাতে ভুলোনা।






[…] দীপা ঊর্মিকে বলে, আরে ম্যাডাম তুই বুঝতে পারছিস না কেন? আমি তো বাসন ওয়ালি না। বাসন বিক্রি করতেই তো গিয়েছিলাম। আর তোকে তো বলেই গিয়েছিলাম আমি। দীপা কথাটা ঘুরিয়ে নেয়। জানতে চায় বাড়ির সবাই কোথায় তুই? watch more content […]